রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা এলাকার হারাটি গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্র রায়ের পাকা ধান কেটে নেয়ার অভিযোগে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিথুন চন্দ্র রায়কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রহলাদ চন্দ্র রায় বাদী হয়ে একই এলাকার পাঁচজনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পশুরাম থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার প্রহলাদ চন্দ্র রায় দেখেন বাড়ির পাশে তার তফসিলভুক্ত ৫৫ শতাংশ জমি থেকে ধান কেটে ট্রলিতে করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলেও দুর্বৃত্তদের হাতে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র থাকায় কেউ সামনে যাওয়ার সাহস পায়নি।
এদিকে পুলিশের জরুরি সেবায় ফোন দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মিথুন চন্দ্র রায়কে আটক করেন। তিনি রংপুর নগরীর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ওসি রবিউল ইসলাম জানান, জরুরি সেবা থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই