নাটোরে একটি মাদক মামলায় মাইনুল ইসলাম হক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাশের রায় দিয়েছেন নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিনের আদালত। মাইনুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোরাজারামপুর এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে। দুপুরে আসামির উপস্থিতিতে তিনি এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৬ এপ্রিল গভীর রাতে বড়াইগ্রামের রয়না পাম্প এলাকায় একটি হলুদ পিকআপে অভিযান পরিচালনা করে আসামি মাইনুলকে তার ব্যাগে থাকা ৩০০ গ্রাম ও সিটের নিচে রাখা ৩০০ গ্রামসহ মোট ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন ১৭ এপ্রিল বড়াইগ্রাম থানায় একটি মাদক মামলা রুজু হয়।
তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ১৮ মে মাইনুলকে আসামি করে চার্জশিট প্রদান করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করলেন। আসামির উপস্থিতিতে রায় প্রদানের পর তাকে জেল হাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা