চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের সমাবেশ থেকে ‘পুলিশের ওপর ককটেল হামলা’ মামলায় বিএনপি-জামায়াতের ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, গত ২০ নভেম্বর বিকেলে নাচোল পৌর এলাকার শ্রীরামপুরে পুলিশের অনুমতি না নিয়েই উপজেলা ছাত্রদলের একাংশ সমাবেশের আয়োজন করে। এসময় নাচোল থানা পুলিশ সমাবেশস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায় নেতাকর্মীরা। এতে আলমগীর হোসেন ও শ্রী পলাশ নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়।
এ ঘটনায় নাচোল থানায় ১৮ জন বিএনপি-জামায়ত সমর্থিত দলীয় নেতাকর্মীসহ অজ্ঞাতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলা হয়। এই মামলায় মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই