সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৯ হাজার পিস ট্যাপেনটাডল নামক নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল ৪ টার সময় শহরের নিউমার্কেটস্থ খান মার্কেটের সাতক্ষীরা ড্রাগ হাউজ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন পুরাতন সাতক্ষীরা এলাকার সুভাষ দেবনাথের ছেলে রাজদেব নাথ ও মাছখোলা ক্লাব মোড় এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে তরিকুজ্জামান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকুরুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে ওই দুই যুবক ঔষধ ব্যবসার আড়ালে সাতক্ষীরা ড্রাগ হাউজে ভারতীয় নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা পুলিশ আজ বিকাল ৫টার সময় অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল