নেত্রকোনার মদনে উপনির্বাচনে নবনির্বাচিত নায়েকপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে শপথ পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীনসহ নায়েকপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও কর্মী সমর্থকরা।
জানা গেছে, নায়েকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হবু সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হন। চেয়ারম্যানের অকাল মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় গত ২ নভেম্বর উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভুইয়া নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/এমআই