৫ ডিসেম্বর, ২০২২ ২১:২৯

বালিয়াকান্দিতে কারখানা মালিককে জেল-জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি:

বালিয়াকান্দিতে কারখানা মালিককে জেল-জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুমোদনহীন একটি সার তৈরির কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় শরিফ শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাসিন্দা শরিফ শেখের বাড়ীতে সার ও কিটনাশকের কারখানা তৈরি করা হয়। সেখান থেকে অনুমোদনহীন এসব সার উৎপাদন ও বাজারজাত করা হয়। শুকনো মাটি, টাইলসের গুরা ও রাসায়নিক কেমিক্যাল দিয়ে এসব সার তৈরি করা হয়।  অভিযানকালে সার ও বিপুল পরিমাণ কিটনাশক জব্দ করা হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা বলেন, কারখানা মালিককে ১৫ দিনের কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর