রাজবাড়ীর পাংশা আওয়ামী যুবলীগের মিছিলে বোমা হামলার মামলায় পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন পাংশা উপজেলা বিএনপির সদস্য মো. আকরাম হোসেন সুমন, পাট্টা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল রহমান, মাছপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ও কসবামাজাইল ইউনিয়ন বিএনপির সদস্য আ. মতিন বিশ্বাস।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, গত ৪ ডিসেম্বর পাংশা যুবলীগ ও ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে বোমা হামলার অভিযোগে যুবলীগ নেতা মো. আকমল হোসেন (৪০) অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে থানায় মামলা দায়ের হয়। সেই মামলায় ৪ আসামিকে বুধবার রাতে গ্রেফতার করা করে বৃহস্পতিবার আদালতের প্রেরণ করা হয়েছে।