অনলাইন জুয়া খেলে হুন্ডির মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছেন জিএমপি পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর জিএমপির সদর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো: মো: নাসির মৃধা (৩০), মো: মারুফ হাসান (২৪), জাহিদুল ইসলাম ওরফে রসুল (২২), মো: আশিকুর রহমান ওরফে আশিক (২৭), মো: কাউসার হোসেন (২৩), মো: রুবেল হোসেন (২৫), মো: আশিকুল হক (২৫), মো: আকরাম হোসেন ওরফে রিপন (২৬) ও মুরাদ হাসান (২৫)। এদের মধ্যে মো: নাসির মৃধার বাড়ি শরিয়তপুরে এবং বাকী সকলেরই বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায়।
সংবাদ সম্মেলনে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জিয়াউল হক ও মো: দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, মোহাম্মদ ইব্রাহীম খান, মো: মিজানুর রহমান, মো: হুমায়ুন কবির, আবু তোরাব মো: শামছুর রহমান, মো: আলমগীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম