র্যাব এবং পুলিশের পৃথক অভিযানে সিরাজগঞ্জে ও ঢাকা থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে হামলা ও হাতবোমা বিস্ফোরণের মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
আটককৃতরা হলো, সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবং সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন ও তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শুকুর মির্জা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে বিএনপি নেতা আব্দুল আলিম সরকারকে র্যাব-৪ এর একটি দল ঢাকার দারুস সালাম এলাকা থেকে আটক করেছে। র্যাবের পক্ষ থেকে বিষয়টি তাদেরকে নিশ্চিত করা হয়েছে। তিনি আরো জানান, ২৯ নভেম্বর রাতে আটককৃত আব্দুল আলিম সলঙ্গা বাজারের আওয়ামীলীগ কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিনক আটক করা হয়েছে। আটককৃত আসামি ২৯ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে তাড়াশ বাজার এলাকা থেকে তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শুকুর মির্জাকে আটক করা হয়েছে। আটককৃত আসামি ২৯ নভেম্বর রাতে উপজেলার তালম ইউনিয়নের চার মাথা আকবর আলী বাজার এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।
বিডি প্রতিদিন/এএম