চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মো. হাবিুবর রহমান হাবিবকে পিটিয়ে আহত করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হাবিবুর রহমান বাদী হয়ে ৭-৮ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সূত্র জানিয়েছে, হাবিবুর রহমান হাবিব বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতাল রোডের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল