ঢাকায় মহাসমাবেশকে ঘিরে বাগেরহাট পুলিশ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অংঙ্গ-সংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। হলেন- বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রামপাল উপজেলা থেকে ৬ জন, মোল্লাহাটে ৯ জন, চিতলমারীতে ৪ জন, কচুয়ায় ৩ জন ও সদর থেকে ২জন বিএনপির ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের সাবেক সাধানর সম্পাদক শেখ ওয়ালিউর রহমার, উপজেলা যুবদলের বর্তমান আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, চিতলমারীরর সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লায়েকুজ্জামান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আহম্মেদ রানা, মোল্লাহাটের কোদালীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. বায়েজিদ হোসেন, কচুয়ার গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন করিব, সদরের রাখালগাছি ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক এস এম মোরছালিন। বৃহস্পতিবার বিকালে বিস্ফোরক, নাশকতার পরিকল্পনাসহ পূর্বে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে বিএনপির ও তার অংঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীকে পুলিশ আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন। জেলা বিএনপি ও সংশ্লিষ্ট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম নিন্দা জানিয়ে বলেছেন, ঢাকায় আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশকে ঘিরে বিএনপির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও নেতাকর্মীদের মধ্যে আতংক সৃষ্টির জন্য পুলিশ বাগেরহাটের বিভিন্ন উপজেলায় বিএনপি ও তার অংঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে।
বিডি প্রতিদিন/এএম