রংপুরের মিঠাপুকুরে চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগে অঞ্জানপার্টির পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ওই ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়া গ্রামের সোহেল মিয়া (২২), শাহাদাত হোসেন (২৩) এবং সদুরপাড়া গ্রামের আনারুল মন্ডল (৫০)।
পুলিশ জানায়, চিথলী রামপুরা গ্রামের রিক্সাভ্যান চালক শফিকুল ইসলামকে গত ৩ ডিসেম্বর রাতে ওই জন অজ্ঞান করে ভ্যানটি ছিনিয়ে নেয়। পরে, শফিকুলকে কাঁঠালীর বিলে ফেলে দেয়। পরদিন স্থানীয় লোকজন বিলের পানিতে ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
রংপুর জেলা সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ‘সোহেল, শাহাদত ও আনারুল অজ্ঞান পার্টির সদস্য। সোহেল ও শফিকুল ৩ ডিসেম্বর রাতে শফিকুলের ভ্যান ভাড়া নেয়। কৌশলে তারা শফিকুলকে সেভেন আপের বোতলে নেশা জাতীয় ওষুধ মিশিয়ে সেবন করায়। অজ্ঞান হয়ে পড়লে শফিকুলের ভ্যানটি ছিনিয়ে নেয় এবং তাকে বিলের পানিতে ফেলে দেয়। পরে, ছিনতাই করা ভ্যানটি আনারুলের কাছে বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ৩ জন ঘটনার সত্যতা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/এএম