নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। এতে পুলিশি বাঁধার মুখে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের হয়ে শহরের জাহাজঘর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসয় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য শাহীন শেখ রঞ্জু, জেলা বিএনপির সমবায় বিষয়য়ক শফিকুল ইসলাম শফি মুন্সিসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।এছাড়াও শহরের সরদারপাড়ায় অপর একটি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়।এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সদর থানা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবুসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএম