সারাদেশে বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও অপরাজনীতি করছে এমন অভিযোগ এনে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের উত্তর তেমুহনীস্থ মুজিবচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দক্ষিণ তেহমুনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।
জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
বিক্ষোভ মিছিলে সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম