ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘ইম্পর্টেন্স অব এন্টি-করাপশন অ্যাওয়ারনেস, অ্যাক্ট, রুলস্ অ্যান্ড পলিসি’ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ডুয়েটের নৈতিকতা কমিটি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ বা ব্রত নিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই আদর্শ তথা সোনার বাংলা গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে নৈতিক মূল্যবোধ ও শুদ্ধাচার চর্চা করে যথাযথভাবে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা কমিটির সদস্য-সচিব ও ফোকাল পয়েন্ট এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদের সভাপতিত্বে টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের যুগ্ম পরিচালক ও এপিএ ফোকাল পয়েন্ট জনাব নাজনীন আখতার।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল-এর সেকশন অফিসার তাপস রন্জন সরকারের সঞ্চালনায় কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের এপিএ সংক্রান্ত বিভিন্ন কমিটির সদস্যগণ এবং বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম