বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে শরীয়তপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ। এর মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করেন।
শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন ও নির্বাচিত সকল সদস্যগণ এবং জেলা পরিষদে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ করে।
বিডিপ্রতিদিন/কবিরুল