ঢাকার কেরানীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২৫ হাজার ৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান তকি এ তথ্য জানান। তিনি বলন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ৬টি যাত্রীবাহী বাস এবং ২টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ২৫ হাজার ৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।
তিনি বলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আসিকুর রহমানের উপস্থিতিতে অবৈধ জেলি পুশকৃত চিংড়ী মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল