লক্ষ্মীপুরের রায়পুরে ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কার কাজের ফলক উন্মোচনের মাধ্যমে এটার উদ্বোধন করেন সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, ইউএনও অঞ্জন দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে পৌরসভা সীমানা থেকে সোলাখালী ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। রায়পুরবাসীর যাতায়াতের সুবিধার্থে এই কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংসদীয় আসনের অন্যান্য সড়কগুলোও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল