ময়মনসিংহে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নগরীর টাউনহল মোড়ে পদধারী ও পদবঞ্চিতদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন-সদর উপজেলা কমিটির পদবঞ্চিত নেতা মাহি শাহরিয়ার (২৪), আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ফাহাদসহ (২৩) অজ্ঞাত আরও তিনজন।
জানা যায়, গত কয়েকদিন আগে শেখ সজলকে আহ্বায়ক এবং ওমর ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এতে পদবঞ্চিত একটি পক্ষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে দুই পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে।
এসময় পরস্পরবিরোধী স্লোগান দেয় নেতাকর্মীরা। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ প্রাঙ্গণে। পরে সন্ধ্যার দিকে নগরীর টাউন হল মোড়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন গ্রুপের অনুসারী ও আনন্দ মোহন কলেজের আহ্বায়ক শেখ সজল বলেন, দীর্ঘ দুই বছর পর আমাদের কমিটি দিয়েছে। তাই আমরা নেতাকর্মীরা একসাথে স্লোগান দিচ্ছিলাম।
অপরদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরপন্থী ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুল আলম ফাহাদ বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলি অর্থের বিনিময়ে কমিটি দেয়ায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করছি। এজন্য আমরাও অবস্থান নেই।
বিডি প্রতিদিন/এমআই