বগুড়ার ধুনটে তিন দিনব্যাপি ইজতেমা চলছে। গত বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তাবলিগ-জামাতের এই ইজতেমা শুরু হয়। ইজতেমা শুরুর এক দিন আগেই বুধবার বিকাল থেকে মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে।
ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধায়নে বগুড়ার সুত্রাপুর মার্কাস মসজিদের সহযোগিতায় ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফসলী মাঠে ৩য় বারের মতো এই ইজতেমা অনুষ্ঠিত হয়।
ইজতেমার আয়োজন কমিটির সুরা সদস্য ও ধুনট দারুল উলুম ক্বওমী মাদ্রাসা মসজিদের খতিব মুফতি খোরশেদ আলম জানান, ইজতেমা শুরুর এক দিন আগে থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলিগণ ইজতেমায় সমাবেত হন। ইজতেমায় মুসল্লিরা তিন দিন অবস্থান করে আল্লাহর ইবাদত বন্দেগি ও নবী রসূলের হেদায়েতের বয়ান শুনবেন।
তিনি আরো জানান, ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হাফেজ হযরত মাওলানা জোবায়ের, হযরত মাওলানা রবিউল ইসলাম ও মাওলানা আব্দুল মতিনসহ বিশিষ্ট জনেরা হেদায়েতের বয়ান করবেন। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার শেষ হবে। ইজতেমা শেষে মুসল্লিগণ পৃথক পৃথক জামাত বন্দি হয়ে দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে বেরিয়ে পড়বেন।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য ধুনট পৌর মেয়র এজিএম বাদশা বলেন, ইজতেমায় মুসল্লিগণের থাকার সু-ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ইজতেমায় সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া হচ্ছে এবং পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন