"দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন(দুদক), সচেতন নাগরিক কমিটি(সনাক)'র উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ও বেলুন উড়িয়ে এ দিবসটির সূচনা করা হয়।
পরে ইনস্টিউটের সম্মুখে প্রধান সড়কের পাশে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে সনাক, আইডিএফ এনজিও এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন। মানববন্ধন শেষে অত্র ইনস্টিউটের অডিটোরিয়ামে এক আলেচনা সভা, দুর্নীতি প্রতিরোধ কমিটি'র সভাপতি সুদর্শন দত্ত'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন পুলিশ নাইমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন