পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ এক যুগ পর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাকজমকপূর্ণভাবে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।
সম্মেলনে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গলাচিপা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান সবির গাজী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ এবং পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আহসানুল হক তুহিন।
এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলন পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া।
এর আগে সকালে সভাপতি পদপ্রার্থী নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো ও পৌর মেয়র আহসানুল হক তুহিন দলীয় নেতাকর্মী নিয়ে শহরে শোডাউন করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকির হোসেন রিপন দলীয় নেতাকর্মী নিয়ে শহরে শোডাউন করেন। উপজেলা আওয়ামী লীগ অফিসসূত্রে জানা গেছে, সম্মেলন পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত মোতাবেক যোগ্যতার মাপকাঠিতে ত্যাগী ও কর্মীবান্ধব নেতা হিসেবে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল