মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এপ্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
পরে প্রশাসকের কার্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ওপর ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন ধরনের লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মেজর (অব.) সরদার নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
বিডিপ্রতিদিন/কবিরুল