বগুড়ার আদমদীঘিতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে সেবা বেগম (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ সেবা ওই গ্রামের রুস্তম পালোয়ানের দ্বিতীয় স্ত্রী।
সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর বনিবনা হচ্ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী রুস্তম তার তিন বছরের শিশু কন্যাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছাতিয়ানগ্রাম বাজারে চলে যান। এদিকে অভিমান করে স্ত্রী সেবা বেগম শয়ন কক্ষের ঘরে থাকা সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সেবার নানী তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে। পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল