গাজীপুরের শ্রীপুরে বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য’র প্রতিবাদে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বেলা ১১টায় মাওনা চৌরাস্তায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।
বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. রিনা পারভীন, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী ও কাউন্সিলর আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাড. মোশারফ হোসেন ভুঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির মোড়ল প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল