নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক্সেভেটর ভেকু বহনকারি গাড়ির (লোবেট) চাপায় প্রিয় বালা দাস (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত অদৈত্ব দাসের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রিয় বালা রাজাপুর আবাসন প্রকল্প এলাকা থেকে বেসরকারি সংস্থা ডিএসকে'র দেওয়া ৫০০ টাকা সহায়তা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব বাজার খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে একটি এক্সেভেটর ভেকু বহনকারি গাড়ি (লোবেট) নিয়ন্ত্রণ হারিয়ে খাদ্যগুদামের বাউন্ডারির দেয়ালের সাথে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছে। তবে ঘাতক গাড়িটি থানা হেফাজতে রয়েছে।
দুর্ঘটনায় ওই নারী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান বলেন, গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ