বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাটে ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নাহিদ হোসেন ঢালী লিটন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নাহিদ উপজেলার বৈলতলী গ্রামের আব্দুল মালেক ঢালীর ছেলে।
বুধবার রাত ১০ টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান জানান, ফকিরহাট বাজারের ব্যবসায়ী নাহিদ বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফকিরহাট উপজেলার কলমের দোকানের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে তিনি নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা