ঝিনাইদহের কালীগঞ্জে বিচলী বোঝাই নসিমন উল্টে চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার খালকুলা গ্রামে এঘটনা ঘটে। নিহত চালক শাকিল খাঁন রামচন্দ্রপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
জানা যায়, রামচন্দ্রপুর থেকে আজ ভোরে বিচলী বোঝাই নসিমন কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। সেসময় পথিমধ্যে খালকুলা গ্রামে নসিমনটি পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে চালক। ওই সময় রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। এতে চালক শাকিল খাঁন গাড়ি নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম