টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে র্যাব-১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
র্যাব-১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ১ জন মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের জাকির শাহের ছেলে সাকিবুলকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, তিনি আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। মাদক ব্যবসা পরিচালনার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতেন। তিনি রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য, হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করতেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল