লালমনিরহাটের পাটগ্রামের সমশেরনগর কোচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিএসএফের সহায়তায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ নিহত শাহাদাতের লাশ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশেরনগর কোচাভান্ডার সীমান্তের মেইন পিলার ৮৬৩ কাছে ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন (২৮) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গাইবান্ধাপাড়া গ্রামের ইদ্রিস আলী ছেলে।
স্থানীয় ও বিজিবি জানায়,পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি ব্যাটালিয়ন জগতবেড় ইউনিয়নের সমশেরনগর বিওপির মেইন পিলার ৮৬৩/৮এস হতে ১২০ গজ ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ নামক স্থানে দিয়ে ১০-১২ জনের একটি দল গরু আনতে গেলে ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ান রাণীনগর ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শাহাদাত হোসেন (২৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত শাহাদাত হোসেনের মরদেহ সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিয়ে যায়।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ভারতের অভ্যন্তরে মেখলিগঞ্জ থানা পুলিশ নিয়ে যায়।
রংপুর-৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার বলেন, পাটগ্রাম সমশেরনগর সীমান্তে এমন একটি ঘটনা ঘটেছে। তবে ওই ব্যক্তি বাংলাদেশি কি না তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।
এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতে ঢুকে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন শরিফুল ইসলাম (২৮) নামের এক যুবক। তার ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে। পরে পালিয়ে এসে গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
গুলিবিদ্ধ শরিফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের লিয়াকত আলীর ছেলে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল