কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে শীত অনুভূত হলেও ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। ফলে জেলার সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েন বিপাকে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন যান চলাচল করতে দেখা যায়। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন দিনমজুর শ্রেণির লোকজন।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রী সেলসিয়াস। তবে এ তাপমাত্রা পর্যায়ক্রমে আরো কমবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম