মহান বিজয় দিবসকে ঘিরে পাহাড়ে বিক্রি হয়েছে লাখ টাকার ফুল। জমে উঠেছে ফুল ব্যবসাও। বৃহস্পতিবার সকাল থেকেই রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এর মায়ের দোয়া নার্সারি ও রিজার্ভ বাজার এলাকার পৌর নার্সারি ফুলের দোকানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। লাল সাদা, গোলাপি গোলাপ, হলুদ গাদা আর রজনীগন্ধার চাহিদা ছিল সবচেয়ে বেশি। শহীদের স্মরণে ফুলের মালা তৈরি করতে অনেকটা হিমশিম খেতে হয় দোকানিদের।
রাঙামাটির ফুল ব্যবসায়ী মো. মুজ্জাফর আহমেদ বলেন, সারা বছরই ফুলের চাহিদা থাকে। তবে ঠিক এ মৌসুমে ফুল বেচা-বিক্রি হয় বেশি। গেলো দু’বছর করোনার কারণে ফুল ব্যবসা একেবারে ছিলো না। কিন্তু এবার বিজয় দিবসকে ঘিরে ফুলের মালার বুকিং ছিল সপ্তাহখানে আগে থেকে। সবারই প্রয়োজন বিজয় দিবসের আগের দিনে রাতে। তাই ফুল করিগররা ব্যস্ত সময় পার করছেন মালা তৈরিতে। তিনি আরও বলেন, রাঙামাটিতে বাণিজ্যিকভাবে তেমন চাষ হয় না ফুল। ফুল কিনে আনতে হয় চট্টগ্রাম ও হাটাজারি থেকে। যার কারণে রাঙামাটিতে ফুলের দাম একটু বেশি। তবে লাভ বেশি। তেমন লোকসান নেই।
স্থানীয় শৌমিক দাশ বলেন, বোনের বিয়ের লগ্ন ছিল বিজয় দিবসের দিন। কিন্তু মন্ডপ সাজানোর মত ফুল পাওয়া যাচ্ছে না কোথাও। ফুলের দোকানে বিজয় দিবসের অগ্রিম অর্ডার লেগে আছে। এমনিতে একটি গোলাপ বিক্রি হতো ৫ টাকা। আর এখন একটা গোলাপ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। একটি গোলাপ আর রজনীগন্ধার স্টিক মিলে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০টাকা পর্যন্ত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন