শিবগঞ্জে মহান বিজয় দিবসের প্যান্ডেল তৈরির স্থান নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মনাকষা পেঁয়াজ পট্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামসহ দুজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মনাকষা ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম ও ২নং ওয়ার্ড সভাপতি সাবেক ইউপি সদস্য ডালিম তাদের সমর্থকদের নিয়ে মনাকষা পেঁয়াজ পট্টি এলাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার রাতে প্যান্ডেল তৈরি করার সময় ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররমের সমর্থক জাকারিয়া হোসেন বাবুল, সাইদুর রহমান সাধু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেরফানসহ অনেকেই বাধা প্রদান করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দুই গ্রুপের সমর্থকের মধ্যে আবারো ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সামান্য ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। কিন্তু মনাকষা ইউনিয়ন পরিষদে উভয় পক্ষকে নিয়ে সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ