কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী প্রকাশ নইব্যা চোরাকে মহেশখালী থানার মহিষ চুরি মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনছুর সিদ্দিকী তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নবী হোছাইন চৌধুরী চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় হাবিবুর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গত বছর ৫ জুন মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড তাজিয়াকাটা এলাকার বাসিন্দা এবাদুল হক এর গোয়াল ঘর থেকে মহিষ চুরি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মহেশখালী থানায় নবী হোছাইন চৌধুরী প্রকাশ নইব্যা চোরাকে প্রধান আসামী একটি চুরি মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন নিতে গেলে বিচারক তাকে চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দেন। এর ধারাবাহিকতায় তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, মহিষ চুরির মামলায় নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে চার্জশীট দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/এএ