নরসিংদীর পলাশে অজ্ঞাত (৩০) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামে পরিত্যক্ত হাঁসের খামারের উত্তর পাশের একটি দিঘীপাড় থেকে ওই যুবকের গলাকাটা লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে এক নারী পাতা কুড়াতে গিয়ে ওই দিঘীর পাড়ে যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়া গিয়ে গলা কাটা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহতের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম