ঝালকাঠির রাজাপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দলীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে নিজ অর্থায়নে ১৫০০ কম্বল বিতরণ করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগ এর সদস্য ফাতিনাজ ফিরোজ। বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়। এসময় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠাঁলিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ফাতিনাজ ফিরোজ দলীয় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
ফাতিনাজ ফিরোজ বলেন, আমি প্রতি বছরই শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে তিনি অনুরোধ জানিয়ে বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, সহ-সভাপতি চন্দ্র শেখর হালদার, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ন-সম্পাদক তালুকদার নজরুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, কৃষি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোনা প্রমুখ।
এ সময় উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ