পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মেহেরুন্নেসা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: ওয়াহিদ হোসেন, ডিষ্ট্রিক্ট কনসালটেন্ট এফপিসিএস-কিউআইটি ও সহকারী পরিচালক (সিসি) ডা: মো: মজনু মিঞা, গাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ফৌজিয়া আসমত প্রমুখ।
এবারের মূল প্রতিপাদ্য নির্বাচিত করা হয়েছে ‘‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’’। আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ সপ্তাহ চলবে।
বিডি প্রতিদিন/এএম