নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের পাচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামনগর এলাকার ধনু হাজীর ছেলে জসীম উদ্দিন, একই এলাকার রুপন মিয়ার ছেলে রুহুল আমিন, মোর্শেদ মিয়ার ছেলে সমীর, মৃত আবু সাঈদ মিয়ার ছেলে তানভীর ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখন নগর এলাকার আব্দুল হকের ছেলে আব্দুর রহমান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জায়গা থেকে কৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রের সদস্যরা চুরি করা পাঁচটি মোটরসাইকেল বিক্রি করার জন্য চনপাড়ায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিক্রি করার উদ্দেশ্যে রাখা পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল