গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। নিহতের নাম-আশফাক আহমেদ শিহাব (৩৪)। তিনি শিহাব টাঙ্গাইল সদর থানার রেজিস্ট্রিপাড়া এলাকার বাসিন্দা।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শনিবার সকাল ১০টার দিকে কয়েদি শিহাব অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আশফাক আহমেদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা ছিল।
বিডি প্রতিদিন/এএম