বগুড়ার আদমদীঘির সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টার ও পার্কে উৎসবমুখর পরিবেশে এসএসসি ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় পার্কের মধ্যে শুরুতেই প্রিয় বন্ধুদের সাথে মিলিত হতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। এ যেন এক অভূতপূর্ব প্রাণের মিলনমেলা। বেলা ১২ টায় ওই বিনোদন কেন্দ্রর হল রুমে পরিচিতি পর্ব, মধ্যাহ্নভোজ, র্যাফেল ড্র, কুইজ প্রতিযোগীতা, আলোচনা সভা, অকালে চলে যাওয়া সুমন, হীরাসহ আরো কয়েকজন মরহুম বন্ধুর স্মৃতিচারণ করে এক মিনিট নিরবতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকালে নওগাঁ লিওপ্যাড ব্র্যান্ডদলের সার্বিক তত্বাবধানে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী শাহীনা লতা ও ক্ষুদে গানরাজের সজীব মুখার্জী। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওই ব্যাচের শিক্ষার্থী মাহমুদুর রহমান পিন্টু, নাহিদ সুলতানা তৃপ্তি, নাজিম, শহিদুল, রাজ্জাক, বুলবুল, শাহীনা, আরজু, ডানো, কালাম, রানা, জাহিদুল, গনেশ, রুবেল, রতন, মিন্টু, পরাগ, আসাদুল, সিরাজুল ও ফিরোজ প্রমুখ। এ সময় ওই ব্যাচের ৭৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ করতে গিয়ে ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, অনেক দিন পর আমরা স্কুলের বন্ধু-বান্ধবীরা একসাথে মিলিত হয়েছি। জীবনে বাস্তবতা ও সময়ের প্রয়োজনে আমরা প্রত্যেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সবার সাথে মিলিত হওয়ার সুযোগ খুব একটা হয় না। আশা করি আগামীতেও আমরা এই পুনর্মিলনীর ধারা অব্যহত রাখেবো।
আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন পর সবাই একত্রিত হয়েছি। স্কুল জীবনকে ঘিরে বন্ধু-বান্ধবীদের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে বেশ ভালো লাগছে।
বিডি প্রতিদিন/হিমেল