রাজবাড়ীর গোয়ালন্দে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান। আজ শনিবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজ এলাকায় ভিকটর ফিডসের বৈদ্যুতিক লাইন থেকে প্রচণ্ড শব্দ হয়। সেখানে থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের কয়েক লক্ষ টাকায় ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়ালন্দ ফাসার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মোকলেছুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে প্রথমিকভাবে ১২টি দোকান পুড়ে গিয়েছে বলে জানতে পেরেছি।
বিডি প্রতিদিন/হিমেল