কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া এলাকায় এক ব্যবসায়ীর হাত কেটে উল্লাস করার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার এলাকার এজাহারনামীয় ৩নং আসামি মৃত মোজাহের মিয়ার ছেলে নুরুল হক (৩৮), ৭নং আসামি একই এলাকার দিল মোহাম্মদ কালুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), মৃত ফজল আহম্মদের ছেলে দিল মোহাম্মদ কালু (৫৮), ১০নং আসামি একই ইউনিয়নের শীলবনিয়া পাড়ার মীর কাশেমের ছেলে আবুল কালাম (৩৮) ও ১১নং আসামি একই ইউনিয়নের নাজির পাড়ার মৃত মো. রফিকের ছেলে ছৈয়দ উল্লাহ (৩৬)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন এলাকা হতে ওই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ২৬ নভেম্বর দুপুর আড়াইটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউনিয়ন সদস্য এনামুল হক ও তার অধীনে সন্ত্রাসীরা টেকনাফের নাজিরপাড়ার মৃত নজির আহমদের ছেলে সিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিম ছিদ্দিক আহম্মদের ছেলে রাশেদুল আলম বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এ ঘটনায় জড়িত আসামিরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়। র্যাব-১৫ বর্ণিত ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথে আসামিদের গ্রেফতার করার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
র্যাব কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল