বগুড়ায় দেড় শতাধিক অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিববারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বগুড়ার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে তাঁদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অকুতোভয় পদক্ষেপ ও ভূমিকার কারণে দ্রুতই দেশ স্বাধীনতার দিকে ধাবিত হয়েছে। যার শুরুটা হয়েছিলো রাজারবাগ পুলিশ লাইন্স থেকে। একজন কনস্টেবলের বেতার বার্তার মাধ্যেম। তবে শুধু মহান মুক্তিযুদ্ধেই নয়, দেশের প্রতিটি বিপর্যয়ে পুলিশ সদস্যরা সামনে থেকে লড়াই করে যাচ্ছে। এজন্য আজকের এ ধরনের সংবর্ধনা তাদের প্রাপ্য ছিল।
বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত ডিআইজি জহুরুল ইসলাম তালুকদার, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ কাওসার শিকদার, হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিওন) হাবিবুর রহমান, এপিবিএন-৪ সহ-অধিনায়ক (এসপি) মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু।
সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বগুড়া জেলা পুলিশের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তারের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রবীনদের হাত থেকে তরুণদের হাতে বাংলাদেশের পতাকা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহারীন, সহকারী পুলিশ সুপার (আদমদিঘী সার্কেল) নাজরান রউফ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম