কক্সবাজার থেকে মাদক আসতো গাজীপুরে বিভিন্ন স্থানে। এরই ধারাবাহিকতায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে একটি কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ভিতরে অভিনব কায়দায় আনা ৬ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার নলজানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টাসে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মো: শামসুর রহমান। এসময় জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত সাইদ মোহাম্মদ নোবেল কক্সবাজারের উখিয়া থানার পাগলিরবিল এলাকার সাবের আহাম্মদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এনে গাজীপুরের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করছিল। সে আরো জানায়, কক্সবাজার থেকে একজন রোহিঙ্গা তাকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কুরিয়ারের মাধ্যমে পাঠায়। মাদক মামলায় শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম