ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক বিক্রি বন্ধ করতে বলা ও পুলিশকে মাদকসেবীদের ধরতে সহযোগিতা করায় মাহাবুব মাতুব্বর (৪০) ও মুরসালিন মাতুব্বর (২১) নামের দুই যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শনিবার (১৭ নভেম্বর) দুপুরে ভাঙ্গা থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৫ ডিসেম্বর স্থানীয় কিছু মাদকসেবী ও কারবারিদের ধরতে আসেন পুলিশ। এসময় মাহাবুব ও মুরসালিনের পরিবার মাদকসেবী ও কারবারিদের ধরতে পুলিশকে সহযোগিতা করে। পরে এ ঘটনার জের ধরে পরদিন শুক্রবার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার এলাকায় চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে মাহাবুব ও মুরসালিনের ওপর হামলা চালানো হয়।
স্থানীয়দের অভিযোগ, ১৬ ডিসেম্বর সকালে মাহাবুব মাতুব্বর ও মুরসালিন নামের দুই ব্যক্তি দেওড়া বাজারে গেলে রাজু খলিফা, শাহিন খলিফা, আশরাফ খলিফা, কাউসার খলিফা, বোরহান খলিফা, রিয়াজুল খলিফা, শহীদ খালিফা সংবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মারাত্মক জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা একাধিকবার মাদক সেবন ও কারবারের দায়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলে দাবি হামলার শিকার হওয়া পরিবারটির।
তবে হামলার অভিযোগ উঠা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারা এ হামলার ঘটনা অস্বীকার করেছেন।
এই বিষয় হামলার শিকার হওয়া মুরসালিনের বাবা ও এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরকারী লুৎফর মাতুব্বর বলেন, রাজু খলিফা গং এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আমরা প্রতিবাদ করায় আমার ছোট ভাই মাহাবুব ও আমার ছেলে মুরসালিনের ওপর চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা মারাত্মক জখম হলে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে একজনের মাথায় ১১ টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া দুইজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এই গ্রুপ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ লুৎফরের।
এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ