- হোম
- দেশগ্রাম
- ‘সকলের সহযোগিতায় উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে’...
অনলাইন ভার্সন
‘সকলের সহযোগিতায় উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে’
ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেছেন, সকলের আন্তরিক সহযোগিতায় উন্নয়নকে আরও তরান্বিত করতে হবে। সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক ফুলপুরে পৌঁছালে তাকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর তিনি উপজেলার বিভিন্ন অফিস ও প্রজেক্ট পরিদর্শন করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল