শেরপুরের শ্রীবরদীতে দুই তক্ষকসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যার-১৪। বুধবার বিকেলে দু’টি জীবিত বন্যপ্রাণী তক্ষকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একজন উপজেলার মাটিফাটা গ্রামের মৃত রশিদ গাজীর ছেলে মো. সুজন(৩৮), অপরজন একই উপজেলার মাধবপুর গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী হোসেন (২৮)।
র্যাব-১৪ জানিয়েছে, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল শ্রীবর্দী থানাধীন এলাকায় অভিযান চালায়। এসময় তক্ষকসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় শ্রীবর্দী থানায় মামলা হয়েছে। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস মামলার সত্যতা নিশ্চিত করেছেন।বিডি-প্রতিদিন/শফিক