২৩ ডিসেম্বর, ২০২২ ০৩:২৪

বদলে গেছে সাগরকন্যা কুয়াকাটার চিত্র

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বদলে গেছে সাগরকন্যা কুয়াকাটার চিত্র

কুয়াকাটায় লোকজনের সমাগম

বদলে গেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটার চিত্র। সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ায় পর থেকে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের আগমন। তবে আগামী ২৩, ২৪ সাপ্তাহিক ছুটি ও ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে ব্যাপক পর্যটক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ইতিমধ্যে কুয়াকাটায় গড়ে উঠেছে পাঁচ তারকামানের আবাসিক হোটেল মোটেল ও রিসোর্ট। ছোট বড় মিলিয়ে কুয়াকাটায় প্রায় দুই শতাধিক আবাসিক হোটেল মোটেল রয়েছে। এছাড়া গড়ে উঠেছে উন্নতমানের খাবার হোটেল ও রেস্তোরাঁ। দেশের গণ্ডি পেরিয়ে এখন কুয়াকাটা পর্যটন নগরী বিদেশি পর্যটকদের কাছেও ব্যাপক পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। পদ্মা সেতু উন্মুক্ত হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। এ বছর বড়দিনের ছুটিতে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটবে বলে ট্যুরিজম ব্যবসায়ীরা জানিয়েছেন।

কুয়াকাটা ট্যুর গাইট অ্যাসোসিয়েশন সভাপতি কেএম বাচ্চু জানান, সাপ্তাহিক ছুটি বড়দিনের ছুটিতে ব্যাপক পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে। যে পরিমাণ পর্যটক আসতে শুরু করেছে, তাতে মনে হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্রবার সৈকতে তিল ধারণের ঠাঁই থাকবে না। তবে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে কুয়াকাটার ট্যুর গাইডরা।

কুয়াকাটা সী-ট্যুর অ্যান্ড ট্রাবেলস’র ব্যবস্থাপক হোসাইন আমির বলেন, পায়রা সেতু উন্মুক্ত হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। আমরাও চেষ্টা করছি আগত পর্যটকদের সেবা দিতে। তবে আগামী ২৩, ২৪ সাপ্তাহিক ছুটি ও ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে ব্যাপক পর্যটক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া দর্শনীয় স্থানগুলোতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর