ফরিদপুরে পিতা হারুন অর রশীদকে হত্যার দায়ে ছেলে মিলন চৌধুরীকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে পুত্র মিলন চৌধুরীর নামে জমি লিখে না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে পিতা হারুন অর রশীদ চৌধুরীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে মারাত্মক ভাবে আহত হয় হারুন অর রশীদ। তাৎক্ষণিক ভাবে আহত হারুন অর রশীদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমন বেগম বাদী হয়ে ছেলেকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে অভিযুক্ত আসামি মিলন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম