ফরিদপুরের মধুখালীতে মুরগী পালন ও খামারিদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি অফিসের ব্যবস্থাপনায় এক দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের বাকু শেখের বাড়িতে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় "পিজি গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার" বিষয়ক এক দিনের প্রশিক্ষণ প্রদান করেন মধুখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস।
এসময় উপজেলা প্রাণী সম্পদ অফিসের মিজ্নুর রহমান,মেগচামী ইউনিয়নের প্রাণী চিকিৎসক মোঃ তুরান শেখসহ মুরগী পালন ও খামারীবৃন্দ, মুরগী সিআইজি সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ